সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের হামলায় মরণপন্ন কৃষক রফিক ।
কুষ্টিয়া প্রতিনিধি, ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়ার দৌলতপুরে আদাবাড়িয়া বাজার পাড়ায় তুচ্ছ ঘটনায় ছাগল গাছ খাওয়া নিয়ে বিবাদে প্রতিবেশী উজ্বলের হুকুমে পরিকল্পিত ভাবে ১০/১১ দেশীয় অস্ত্র লোহার রড, লাঠি, বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে রাত আনুমানিক দশটায় বসত ঘরের ভিতর ঢুকে বিছানায় শোয়া রত রফিকুল কে বেধড়ক পিটিয়ে মারাত্মক অবস্থায় মৃত ভেবে ফেলে রেখে যায়। রফিকুল এর স্ত্রী চায়না খাতুন স্বামীকে রক্ষা করতে গেলে তাকেও লাথি ঘুষি দিয়ে ঘরের বাইরে বের করে দিয়ে ঘরে দরজা দিয়ে আটকাতে সংঘবদ্ধ আক্রমণ করে মৃত ভেবে উল্লাস করতে করতে ঘরের দামী মাল স্বর্ণ অলঙ্কার লুট করে নিয়ে যায় এবং প্রায় ঘরে রক্ষিত আসবাবপত্র সমুহ সম্পূর্ণ ভাবে ভাঙচুর করেছে স্হানীয় সূত্র নিশ্চিত করেছে। স্হানীয় অধিবাসী মৃত জমির উদ্দিনের পুত্র কালাম জানায় আচমকা দলবদ্ধ হয়ে এমন নৃশংস হামলা চালিয়ে কারো বসত ঘরে ঢুকে এমন জখম করা আর সব কিছু লুট করা এমন আগে দেখিনি।হৈচৈ ছুটাছুটি শুনে ঘরের সামনে দেখি একই এলাকার মৃত আব্দুর রহমানের তিন ছেলে রুবেল, সাইদুল, আকাশ।সিরাজ উদ্দিন এর পুত্র উজ্বল,লিটন,মৃত বিশারতের পুত্র দুখু মিয়া, মতলব আলীর দুই ছেলে মোহন ও জুয়েল পরিকল্পনা মাফিক এমন ঘটিয়েছে।মুমূর্ষু রফিকুলকে প্রতিবেশীরা উদ্ধার করে আশংকাজনক অবস্থায় দৌলতপুর চিকিৎসা
কেন্দ্রে পাঠায়।এ সংবাদ লিখিত হ ওয়া পর্যন্ত দৌলতপুর থানায় মামলা প্রস্তুতি চলছে।